বিদেশী পিস্তলসহ রাজশাহীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সিপিএসসির একটি দল। মুরাদ ওই এলাকারই বাসিন্দা।
গ্রেপ্তারের পর মুরাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, গুলি, দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
আজ সোমবার র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি ও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। দীর্ঘদিন ধরে ককটেল মুরাদকে নজরদারিতে রেখেছিল র্যাব। রোববার রাতে র্যাব জানতে পারে মুরাদ তার বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতেই তার বাড়িতে অভিযান চালায় র্যাব। নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মুরাদকে।
পরে মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি উদ্ধার করা হয়। ককটেল মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেল নিয়ে ধরা পড়েছিলো। মুরাদের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :