ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিস চালু

কালের সমাজ | ময়মনসিংহ ব্যুরো জুলাই ২১, ২০২৫, ০৫:৪৭ পিএম তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিস চালু

সেবাই আদর্শ- এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ-শেরপুর সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।
সোমবার (২১ জুলাই)  সকালে শম্ভুগঞ্জ এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। পরে তারাকান্দায় বিআরটিসি বাস সার্ভিসটি আসলে কেক কাটা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
এতে  উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিআরটিসি ময়মনসিংহ ডিপো ম্যানেজার মো. কামরুজ্জামান,বিআরটিএ সহকারী পরিচালক এএসএম ওয়াজেদ হোসেন প্রমুখ। 
উদ্বোধনকালে সুন্দর আচরণ ভালোমানের সার্ভিস ও যাত্রীবান্ধব সেবা প্রদানের জন্য বিআরটিসির সংশ্লিষ্ট অপারেটরদের প্রতি আহবান জানান উদ্বোধকরা। এই সময় তারা বলেন, ফুলপুর তারাকান্দার নাগরিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বাস সার্ভিস চালু করা হয়েছে।
বাস সার্ভিসগুলো ময়মনসিংহ থেকে তারাকান্দা/ফুলপুর  পর্যন্ত চলাচল করবে।

 

কালের সমাজ/হাকা
 

Side banner
Link copied!