দীর্ঘ সময় পর রাজধানীর বাজারে আবারও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও সবজি। একইসঙ্গে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দামও। তবে সাম্প্রতিক সপ্তাহে কমতির দিকে ডিম ও কাঁচা মরিচের বাজার।
শুক্রবার (১৮ জুলাই) ঢাকার রামপুরা ও মালিবাগ এলাকার বাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেঁয়াজের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে এখন ৬৫-৭০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ৬০ টাকায়ও মিলছে। এক সপ্তাহ আগেও এই পণ্য বিক্রি হচ্ছিল ৫০-৬০ টাকায়। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে প্রভাব পড়েছে।
এদিকে, ব্রয়লার মুরগির দামও বেড়েছে কেজিতে ১০-২০ টাকা করে। বর্তমানে বাজারভেদে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকায়, যা আগে ছিল ১৫০-১৭০ টাকা।
তবে ডিমের বাজার কিছুটা স্বস্তির। প্রতি ডজন ডিম এখন ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের তুলনায় ৫-১০ টাকা কম।
কাঁচা মরিচের দামও কিছুটা কমেছে। আমদানি বাড়ায় প্রতি কেজি এখন ২৪০-২৬০ টাকা। এর আগে দাম ছিল ৩০০ টাকার কাছাকাছি।
অন্যদিকে, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বেশিরভাগ পণ্যের। বাজারে বেগুন ১০০ টাকা, করলা-বরবটি ৭০-৮০ টাকা, ঝিঙা-চিচিংগা ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কিছু স্বাভাবিক দামে পাওয়া পণ্যও আছে— পেঁপে ৪০ টাকা ও পটোল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, বৃষ্টি ও সরবরাহ সংকটের কারণে বাড়তি দাম থাকছে আরও কিছুদিন।
কলের সমাজ/এ.স/এ.স
আপনার মতামত লিখুন :