ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৫, ১০:২৩ এএম ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৪৮তম বিশেষ বিসিএস (চিকিৎসা ক্যাডার) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) রাতে এই ফল প্রকাশ করা হয়।


ঘোষিত ফলাফলে জানা গেছে, সহকারী সার্জন পদের জন্য ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য ৫১১ জন উত্তীর্ণ হয়েছেন।


গত ১৮ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত হয় এই বিসিএসের লিখিত (এমসিকিউ ভিত্তিক) পরীক্ষা। এতে অংশগ্রহণ করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।


সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে।


কালের সমাজ//র.ন

Side banner
Link copied!