ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

কালের সমাজ | রাজশাহী ব্যুরো জুলাই ২০, ২০২৫, ০৬:৩৪ পিএম রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে চিহ্নিত এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর ছিনতাইয়ের প্রস্তুতিকালে নগরীর রাজপাড়া থানা পুলিশ শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 
গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মেহেদী হাসান (২৫)। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানার কাজীহাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। রোববার দুপুরে নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
নগর পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টহল দিচ্ছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর শ্রীরামপুর কালেক্টর মাঠের সামনে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশের ওই দল শ্রীরামপুরের কালেক্টর মাঠ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় মেহেদীকে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার হয়। রোববার দুপুরে তাকে আদালতের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। 

 

কালের সমাজ/হাকা

Side banner
Link copied!