ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

কালের সমাজ | আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি জুলাই ২৬, ২০২৫, ০৫:২৯ পিএম কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে স্বপ্নকুঁড়ি হলরুমে নাটিকা প্রদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মাহফুজার রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মুহাঃ হুমায়ূন কবির, ডিপুটি সিভিল সার্জন আ.ন.ম গোলাম মোহাইমেন, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক নাহিদ ইসলাম সহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, উন্নত রাষ্ট্র গঠন করতে হলে দারিদ্রের উন্নয়নের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। দেশের সকল নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শুধু সমতল নিয়ে চিন্তা করলে চলবে না চরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।

এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার প্রায় ৩ শতাধিক নারীপুরষ ও সুধীজন অংশ নেয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!