ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে বিআরটি এর অভিযান

কালের সমাজ | জলিলুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধ জুলাই ২৫, ২০২৫, ০৫:৫৫ পিএম সিরাজগঞ্জে বিআরটি এর অভিযান

মহাসড়ক ও সড়ক থেকে পুরানো ও মেয়াদ উত্তীর্ণ সকল যানবাহন অপসারণ করতে সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান শুরু করা হয়েছে।

শুক্রবার সকাল ৭টা থেকে(২৫ জুলাই -২০২৫ খ্রিঃ) সারাদেশে ন্যায় সিরাজগঞ্জে বিভিন্ন সড়কে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের ফিটনেস ও ট্যাক টোকেন বিহীন যানবাহন সনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে – জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিআরটিএর কর্মকর্তারা। এসময়ে সড়কে অভিযান চালিয়ে ৩ টি গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, গত জুন মাসে বাসে ট্রাকের ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিলো – বিআরটিএ।

এতে বাস, মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক,কাভার্ড ভ্যানের মত মালবাহী মটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়। মেয়াদ পার হয়ে যাওয়া যানবাহন ১ জুলাই থেকে চলাচল করতে পারবেনা বলে বিআরটিএ জানিয়েছে ছিলো। 

এরই অংশ হিসাবে শুক্রবার থেকে সারাদেশে অভিযানে নামে সংস্থাটি। সিরাজগঞ্জ বিআরটি এ জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম এঁর সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে জেলা প্রশাসক এঁর নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবনী বিনতে আলম সেতু। অভিযান পরিচালনাকালে বিআরটি এর মোটর পরিদর্শক হাফিজুল ইসলাম বলেন, যেসব গাড়ী রাস্তায় চলাচলের উপযোগী নয় সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনভাবেই রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। 

এসময়ে বিআরটি এর পক্ষ থেকে যানবাহনের মালিকদের যথাসময়ে রেজিষ্ট্রেশন ও ফিটনেস নবায়ন করার জন্য আহবান জানানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এ অভিযান বিআরটি এ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন এঁর সমন্বয়ে নিয়মিত ভাবে পরিচালিত হবে বলে জানান।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!