যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি বৃহৎ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ আলোচনার পর এই চুক্তি বাস্তবায়িত হলো বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, নতুন চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে জাপান। এই চুক্তির মাধ্যমে গাড়ি, চাল, ট্রাক ও বেশ কিছু কৃষিপণ্যের জন্য জাপানের বাজারে প্রবেশাধিকার পাবে মার্কিন পণ্য।
হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি ইতিহাসের অন্যতম বৃহৎ বাণিজ্য চুক্তি সই করেছি। আমরা এই চুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করেছি। এটি একটি চমৎকার সমঝোতা।”
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা চুক্তির ঘোষণা স্বাগত জানিয়ে বলেন, “জাপানের ওপর শুল্ক হার ২৫ শতাংশ পর্যন্ত বাড়ার কথা থাকলেও তা ১৫ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে। এটি এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যকারী উদ্বৃত্ত দেশগুলোর মধ্যে সর্বনিম্ন শুল্ক হার।”
তিনি আরও বলেন, “চুক্তিতে জাপানি কৃষিপণ্যের ওপর শুল্ক হ্রাসের কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা ‘শুল্ক নয়, বিনিয়োগ’ নীতির প্রস্তাব দিয়েছিলাম। এ চুক্তি সেই কৌশলেরই সফল পরিণতি।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :