ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মান্দায় এসইডিপি’র আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কালের সমাজ | মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি জুলাই ২৩, ২০২৫, ০৪:১৬ পিএম মান্দায় এসইডিপি’র আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।


বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) এর প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন, অভিভাবক প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।


অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ।


কৃতি শিক্ষার্থী ফারুক ইসলাম, আবু রায়হান, উর্মি আকতার ও অনিক মাহমুদ তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!