ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় যুবদল নেতা হত্যা মামলায় দুই আইনজীবী কারাগারে

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি জুলাই ২৩, ২০২৫, ০৮:৪১ পিএম সাতক্ষীরায় যুবদল নেতা হত্যা মামলায় দুই আইনজীবী কারাগারে

সাতক্ষীরায় যুবদল নেতা মো. আবিদ হাসান হত্যা মামলায় দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই আদেশ দেন।


কারাগারে পাঠানো দুই আসামি হলেন—আওয়ামী লীগ নেতা ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ নিজামউদ্দিন এবং ওয়াহিদুজ্জামান।


মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার বাসিন্দা ও যুবদল নেতা মো. আবিদ হাসানকে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে শ্যামনগরে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মোনায়েম হোসেন বাদী হয়ে সাতক্ষীরা আদালতে ৩৮ জনের নাম উল্লেখ করে এবং ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


পরে মামলার অন্যান্য আসামিদের সঙ্গে দুই আইনজীবীও উচ্চ আদালত থেকে জামিন নেন। তবে বুধবার জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!