চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং সুযোগ পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ভৈরব বেসরকারি স্কুল ফোরাম-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভৈরব উপজেলা ও পৌর এলাকার ৬৫টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও পরিচালকগণ অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষা সবার—বৃত্তি সবার’, ‘কোন সংবিধানে লেখা শিক্ষা শুধু সরকারি?’, ‘শিশু কেবলই শিশু—সরকারি-বেসরকারি বিভাজন কেন?’ প্রভৃতি স্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান নেন।
মানববন্ধনেভৈরব উদয়ন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সরকারি হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বাসেত।
এছাড়াও বক্তব্য দেন অধ্যাপিকা সাজেদা বাসেত, সাংবাদিক ও শিক্ষাপ্রতিনিধি সুমন মোল্লা, মাসুম বিল্লাহ, আসাদুজ্জামান বাবলু, আতিকুর রহমান বিল্লাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মূখ্য সংগঠক শরিফুল হক জয় প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষক-পরিচালকগণের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিনের হাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :