ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে: স্বাস্থ্য উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৫, ০৯:১৫ পিএম দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে মুন্সীগঞ্জে: স্বাস্থ্য উপদেষ্টা

মুন্সীগঞ্জ, ১৬ আগস্ট: দেশের প্রথম ভ্যাকসিন উৎপাদন প্লান্ট গোপালগঞ্জের বদলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম শনিবার সিরাজদিখানের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, “গোপালগঞ্জে ভ্যাকসিন উৎপাদন ও সারা দেশে সরবরাহের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা নেই। ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞকে সেখানে সব সময় নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সিরাজদিখানকে চূড়ান্ত স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে।”

তিনি বলেন, ইতোমধ্যে ৪০ একর জমি বরাদ্দ করা হয়েছে। জমি রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিসিক। এরপর ধাপে ধাপে যন্ত্রপাতি আমদানি ও অনুমোদনের কাজ সম্পন্ন করা হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আড়াই থেকে তিন বছর সময় লাগতে পারে।

নূরজাহান বেগম আরও বলেন, “বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রায় ৭০ শতাংশ ওষুধ সরবরাহ করতে পারছি। গুণগত মানের দিক থেকে এগুলো বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত ওষুধের কম নয়। তবে দেশের চাহিদা পূরণে অতিরিক্ত যন্ত্রপাতি দ্রুত আনা হবে।”

তিনি উল্লেখ করেন, “অ্যান্টিভেনমসহ কিছু ওষুধ এখনো কার্যকর হচ্ছে না। দেশের চাহিদা অনুযায়ী নতুন ভ্যাকসিন ও ওষুধ উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!