ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

বেসরকারি হাসপাতালে অনর্থক টেস্ট-ওষুধ বাণিজ্য বন্ধের আহ্বান আইন উপদেষ্টার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০২৫, ০৫:২৮ পিএম বেসরকারি হাসপাতালে অনর্থক টেস্ট-ওষুধ বাণিজ্য বন্ধের আহ্বান আইন উপদেষ্টার

বেসরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে অহেতুক টেস্ট করানো এবং নির্দিষ্ট ওষুধ কিনতে বাধ্য করার প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল অভিযোগ করে বলেন, “অনেক ডাক্তার রোগীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন না। কথা বলার আগেই প্রেসক্রিপশন লিখতে শুরু করেন। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় টেস্ট দেওয়া হয়। আমার বাসার সহকারী একটি হাসপাতালে গেলে তাকে ১৪টি টেস্ট দেওয়া হয়েছিল। পরে সে ক্ষোভে ময়মনসিংহ চলে যায় এবং কোনো টেস্ট ছাড়াই ভালো হয়ে ফেরত আসে। গরিব রোগীদের ওপর এভাবে চাপ সৃষ্টি বন্ধ করতে হবে।”

নির্দিষ্ট ওষুধ কেনার বাধ্যবাধকতা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “পৃথিবীর কোথায় বেসরকারি হাসপাতালে ডাক্তারদের কাছে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নির্দিষ্ট সময় থাকে? তাহলে আমাদের দেশে কেন? আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী?”

চিকিৎসা খাতের সম্ভাবনা তুলে ধরে আসিফ নজরুল বলেন, “বাংলাদেশে ভালো চিকিৎসা নিশ্চিত করা গেলে কেউ বিদেশে যাবে না। এখনই পদক্ষেপ না নিলে পাঁচ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া হবে। মুনাফার অন্তত ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে শুধু দেশের মানুষই নয়, বিদেশ থেকেও অনেকে চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে।”

তিনি চিকিৎসাকর্মীদের সুবিধা বাড়ানো ও হাসপাতালের মানোন্নয়নে জোর দিয়ে বলেন, সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!