কোনো চাঁদাবাজকে বাংলাদেশে আশ্রয় নিতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, “যত বড় প্রভাবশালীই হোক না কেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেটিই চূড়ান্ত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না—কিছু রাজনৈতিক দলের এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই। স্যার যে মাসে নির্বাচন বলবেন, সেই মাসেই তা অনুষ্ঠিত হবে। অন্য কারো কথায় আমাদের কিছু যায় আসে না।”
এ সময় বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজার স্বাভাবিক রয়েছে। প্রচুর আলু মজুত আছে। সমস্যা হচ্ছে—পাইকারি থেকে খুচরা পর্যায়ে আসার পথে দাম বেড়ে যাচ্ছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, বরং মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভ করছে।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :