ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে ৫ জন গ্রেফতার

কালের সমাজ | নারায়ণগঞ্জ প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ১১:৪৪ এএম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় নারায়ণগঞ্জ থেকে ৫ জন গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং আড়াইহাজার থেকে ৫ আসামী কে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর আলম এর নেতৃত্বে একটি আভিযানিক টিম সিদ্ধিরগঞ্জ থানার সমুল পাড়া বিহারী ক্যাম্পের, মৃত কামাল উদ্দিন এর ছেলে সাবেক কাউন্সিলর মতিউর রহমান এর সহযোগী ও যুবলীগ নেতা ভুট্টু (৩৯) এবং সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদী নতুন মহল্লাদের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ:বারেক (৬৫) কে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক দল আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বাঘানগর এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে উপজেলা তাঁতি লিগের সভাপতি ১/মোঃ বাবুল মিয়া (৪০), ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত নূরুল হকের ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি ২/মোঃ মাসুদ(৩৮), এবং ১৪ ই আগস্ট রাতে মাহমুদ পুর ইউনিয়নের শ্রী নিবাসদী দক্ষিণ পাড়া এলাকার মৃত পারভেজ মোল্লার ছেলে শেখ রাসেল সংসদের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ নাইফ মোল্লা কে গ্ৰেফতার করে।

আটক কৃতিদের ১৫ ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিজস্ব প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!