আলাস্কায় কয়েক ঘণ্টাব্যাপী বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠক শেষে ট্রাম্প একে ‘ইতিবাচক’ বলে উল্লেখ করলেও ইউক্রেন যুদ্ধ থামানো বা নতুন কোনো চুক্তির ঘোষণা আসেনি।
সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি জানান, কয়েকটি বিষয়ে তারা একমত হয়েছেন, তবে বিস্তারিত প্রকাশ করেননি। তার দাবি, ইউক্রেনে হামলার যে কারণ, দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সেটির মূল কারণ দূর করতে হবে। একইসঙ্গে তিনি রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক ও বাস্তবভিত্তিক সম্পর্ক পুনঃস্থাপনের আভাস দেন। এমনকি দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় থাকলে হয়তো রাশিয়ার ইউক্রেন অভিযান ঘটত না।
পুতিনের পর বক্তব্যে ট্রাম্প বলেন, বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন, তবে বড় কিছু ইস্যুতে ঐকমত্য হয়নি। এজন্য কোনো চুক্তি হয়নি। তিনি জানান, ন্যাটো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে।
বৈঠকের শেষে পুতিন ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। জবাবে ট্রাম্প বলেন, ভবিষ্যতে এমন বৈঠক মস্কোতেও হতে পারে।
তবে সংবাদ সম্মেলনে দুই নেতা কারও প্রশ্ন নেননি। সাংবাদিকদের একাধিক প্রশ্ন সত্ত্বেও তারা সেগুলো এড়িয়ে যান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :