চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আবাসিক মাদ্রাসার দুই ছাত্রী রহস্যজনকভাবে মারা গেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাধানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—একই ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) এবং বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।
স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে একসঙ্গে খাবার খেয়ে ছাত্রীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে তানিয়া ও জামিলা। রাত দেড়টার দিকে তারা অসুস্থ হয়ে ওঠে এবং বমি করতে থাকে। মাদ্রাসার শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর তানিয়াও মারা যায়। চিকিৎসক জানান, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার বাম পায়ের গোড়ালিতে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। অন্যদিকে জামিলার শরীরে তেমন কোনো বাহ্যিক চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষক্রিয়া বা সাপের কামড়ে তাদের মৃত্যু হতে পারে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পর বিস্তারিত জানা যাবে।
মাদ্রাসার কেয়ারটেকার ওবাইদুল ইসলামও ধারণা করছেন, বিষাক্ত সাপের কামড়েই শিশু দুজনের মৃত্যু হয়ে থাকতে পারে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :