ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সিরাজগঞ্জে বসুন্ধরা শুভসংঘের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

কালের সমাজ | জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ১১:৫১ এএম সিরাজগঞ্জে বসুন্ধরা শুভসংঘের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

সিরাজগঞ্জের তাড়াশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সভাপতি মো. শামিউল হক শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘের তাড়াশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. আনিসুর রহমান, মোছা. আফরোজা খানম, মোছা. রঞ্জুয়ারা খাতুন, সাংবাদিক মিলু সরকার এবং সনাতন দাশসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‍‍`তোমরা আমাদের ভবিষ্যৎ। দেশের উন্নয়ন ও কল্যাণে তোমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের সফলতা আমাদের গর্বিত করে।‍‍` তারা আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা যদি তাদের মেধা ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগায়, তবে তা জাতির জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।

বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং তাদের আরও ভালোভাবে পড়া শোনায় মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা। এই ধরনের সম্মাননা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভালো কাজের স্বীকৃতি প্রদান করা হয়, যা তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন যে, এই সম্মাননা তাদের আরও উদ্যমী করে তুলবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগকে শিক্ষার্থীরা অত্যন্ত প্রশংসিত করেছে এবং তারা আশা প্রকাশ করেছে যে, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!