ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

কালের সমাজ | রাজশাহী প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ১২:৩৫ পিএম রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) রাতে ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে বাড়িটি ঘিরে ফেলে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গলের একটি দল।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, অভিযানে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলবার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, মাদকদ্রব্যসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে এখনো ৪০ ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। তারা পুলিশের কাছে উদ্ধারকৃত জিনিসপত্র হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!