ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সিলেটে পাথর লুটপাটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

কালের সমাজ | সিলেট প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ১১:৩৮ এএম সিলেটে পাথর লুটপাটের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে একই ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক (যুগ্ম সচিব) আনোয়ারুল হাবিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকা থেকে নিয়মিত পাথর চুরির ঘটনা ঘটে আসছে। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাত থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়, যা এখনো চলমান রয়েছে।

জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!