ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সিলেটে সাদাপাথরে অভিযান: ৭০ ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২৫, ০১:১৬ পিএম সিলেটে সাদাপাথরে অভিযান: ৭০ ট্রাক জব্দ, ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর লুট ও পাচার ঠেকাতে বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত প্রায় ৭০টি ট্রাক জব্দ এবং ৩৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন।

জানা গেছে, অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৩০টি গাড়ি তল্লাশি করা হয়। উদ্ধারকৃত পাথরের বড় অংশ ধলাই নদীতে ফেরত দেওয়ার কাজ চলছে, যাতে নদীর প্রাকৃতিক প্রবাহ ও পরিবেশ পুনরুদ্ধার করা যায়। রাতের মধ্যেই পাথর লুটের সঙ্গে জড়িত কয়েকজন প্রভাবশালীকে গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র সাদাপাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পাচার করছে। এর ফলে ধলাই নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানিয়েছেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!