সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি টানা দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত তিনদিনে হঠাৎ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে নদীর চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। পাশাপাশি ফুলজোড় ও করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এবার জেলার বন্যার কোনো আশঙ্কা নেই।
শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে যমুনার পানির সমতল রেকর্ড করা হয় ১২ দশমিক ৪৭ মিটার। গত ২৪ ঘণ্টায় এটি ২৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)। এর আগের দুই দিনে এ পয়েন্টে যথাক্রমে ২২ ও ২৩ সেন্টিমিটার পানি বেড়েছিল।
অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল দাঁড়িয়েছে ১৪ দশমিক ০৪ মিটার, যা বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচে। গত ২৪ ঘণ্টায় এখানে ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। আগের দুদিন এ পয়েন্টেও যথাক্রমে ২৪ ও ২২ সেন্টিমিটার বৃদ্ধি রেকর্ড করা হয়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরও দু–একদিন পানি বাড়তে পারে, তবে বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :