ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

১২ আগস্ট থেকে বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১০, ২০২৫, ০৬:২৫ পিএম ১২ আগস্ট থেকে বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকার নোট আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে দেশের বাজারে প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিফলন ঘটিয়ে নতুন নোটের মুদ্রণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর এবার ১০০ টাকার নতুন নোট বাজারে আসবে। নতুন নোট প্রথমে ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে দেশের অন্যান্য শাখায় বিতরণ করা হবে।

নতুন নীল রঙের ১০০ টাকার নোটের সামনে বাগেরহাটের যাট গম্বুজ মসজিদের ছবি এবং পিছনে সুন্দরবনের চিত্র রয়েছে। নোটটিতে শাপলার প্রতীকও যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটসহ ৫ ও ২ টাকা কারেন্সি নোটের ছবি প্রকাশ করেছে। এসব নোটে দেশের ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান ও প্রতীকসমূহ তুলে ধরা হয়েছে।

নতুন নোটগুলোতে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে যা নকল প্রতিরোধে সহায়ক হবে। তবে পুরনো নোটও বৈধ হিসেবে চলমান থাকবে বলে জানানো হয়েছে।

গত জুনে নতুন নকশায় ১০০০, ৫০ ও ২০ টাকার নোট প্রথমবারের মতো সীমিত পরিসরে ব্যাংকগুলোতে বিতরণ করা হয়েছিল এবং ২ জুন থেকে গ্রাহকরা এসব নোট ব্যবহার শুরু করেন।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন নোটের প্রয়োগ দেশের অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!