ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৫, ০৭:২৯ পিএম পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পলাতক থাকার কারণে ৪০ জন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই কর্মকর্তারা বর্তমানে পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। তাদের কর্মস্থল থেকে পলায়নের কারণে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পদক প্রত্যাহারের পাশাপাশি তাদের সঙ্গে যুক্ত পদক-সংক্রান্ত আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে এবং পূর্বে প্রাপ্ত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অনুযায়ী, পদক প্রত্যাহার প্রক্রিয়া সরকারি নির্দেশক্রমে সম্পন্ন করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!