ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

সরকার কারও প্রতি অন্যায় করবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৫, ০৩:৫৫ পিএম সরকার কারও প্রতি অন্যায় করবে না: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সরকারি চাকরিতে থেকেও দেশের মানুষের অধিকার খর্ব করে যারা ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তবে তিনি আশ্বস্ত করে বলেন, সরকার কারও প্রতি অন্যায় করবে না; কেবল সুনির্দিষ্ট অভিযোগ থাকলেই ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার (১০ আগস্ট) সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে তিনি এসব কথা বলেন। এদিন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শহীদ শাকিল হোসেন পারভেজের নামে একটি চত্বর এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহ’র নামে একটি লাইব্রেরির উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে সাংবাদিকদের শফিকুল আলম বলেন, গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ—এটি শহীদদের প্রতি সরকারের অঙ্গীকার। নির্বাচন যত ঘনিয়ে আসবে, সরকারের প্রস্তুতিও তত বাড়বে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে, যা দিয়ে কেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ সম্ভব হবে।

তিনি আরও বলেন, ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীতে ১১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা আন্দোলনে ছিল। হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী অনেককে হত্যা করেছে। সেই শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি—দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে তা সম্পন্ন হবে।

শহীদদের স্মরণ করে প্রেস সচিব বলেন, তারা জীবন দিয়েছেন যেন বাংলাদেশে আর কখনও ভোট চুরি না হয়, দুর্নীতি জায়গা না পায় এবং স্বৈরাচারী ক্ষমতার পূজা না হয়। আমরা তাদের দেখানো পথেই চলতে চাই, যাতে জাতিকে একটি সুন্দর নির্বাচন ও শান্তিপূর্ণ রাজনৈতিক ভবিষ্যৎ উপহার দেওয়া যায়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান প্রধান অতিথি ছিলেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ এবং প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. আবু সাদিক কায়েম।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!