ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০২৫, ০৩:৩৭ পিএম পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

দেশের বাজারে পাম অয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সরকার। প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় আপাতত এর দাম সমন্বয় করা হয়নি। তবে পাম অয়েলের আন্তর্জাতিক বাজারমূল্য হ্রাস পাওয়ায় লিটারপ্রতি ১৫০ টাকায় নামানো হয়েছে দাম।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে। কমিশনের সুপারিশে খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে।

তবে বোতলজাত সয়াবিন তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৮৯ টাকা অপরিবর্তিত থাকবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!