কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে র্যালি, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণ চেক বিতরণ ও ইমপ্যাক্ট প্রকল্পের ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়।
দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলতাফ হোসেন মোল্লার সঞ্চালনায় মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) আনিছুর রহমান, চেতনা পরিবেশ ও মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ মুছা, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, সাংবাদিক আলি হায়দার, নারী উদ্যোক্তা ও সাংবাদিক ফারজানা আক্তারসহ স্থানীয় যুবরা।
আলোচনা সভা শেষে অতিথিদের হাত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ইমপ্যাক্ট প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :