ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

কক্সবাজার সফরে যাওয়া হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০৩:৩৫ পিএম কক্সবাজার সফরে যাওয়া হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজার সফর করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত একটি চিঠিতে ওই পাঁচ নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শোকজ হওয়া নেতারা হলেন—দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী ও খালিদ সাইফুল্লাহ।

চিঠিতে বলা হয়েছে, ‘গতকাল (৫ আগস্ট) রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস ও জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আপনারা কক্সবাজারে ব্যক্তিগত সফরে যান। সফর সংক্রান্ত কোনো তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদকে আগে অবহিত করা হয়নি।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘এই সফরের পেছনে কী কারণ ছিল এবং আপনারা কেন কেন্দ্রীয় কর্মসূচি উপেক্ষা করে কক্সবাজার গিয়েছেন, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে।’

সূত্র জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৩ ফ্লাইটে কক্সবাজার পৌঁছান পাঁচ নেতা। কক্সবাজার বিমানবন্দর থেকে নির্ধারিত গাড়ি না নিয়ে ভাড়া করা একটি নোয়াহ মাইক্রোবাসে করে তাঁরা মেরিন ড্রাইভ হয়ে ইনানীর হোটেল সি পার্ল অ্যান্ড স্পাতে ওঠেন।

এনসিপির কেন্দ্রীয় নেতাদের এই আচরণে দলীয় মহলে বিস্ময় ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—জুলাই অভ্যুত্থানের বছরপূর্তির দিনে রাজধানীতে আয়োজিত দলীয় অনুষ্ঠান এড়িয়ে গোপনে কক্সবাজারে যাওয়া এই সফরের প্রকৃত উদ্দেশ্য কী ছিল?

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!