আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন।
আগামী শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন ১২ দলীয় জোটের প্রধান এবং জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি জানান, মঙ্গলবার (৫ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণা দেওয়ার পর, এটিই হবে বিএনপির পক্ষ থেকে ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে চলমান যুগপৎ আন্দোলন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা ও আগামী দিনের রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :