ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০১:৩৪ পিএম জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন আয়োজনের দাবি জামায়াতের

জাতীয় সংসদ নির্বাচন আগামী জুলাই সনদের ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। একইসঙ্গে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে দলটি।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ তাহের। এতে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলীয় প্রতিক্রিয়া তুলে ধরেন তিনি।

তাহের বলেন, “জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের আইনি ভিত্তি দিতে হবে এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই এটি দেওয়া হয়েছে। আলোচনা হলে আরও ভালো হতো।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণাকে জামায়াত ইতিবাচকভাবে দেখছে। আমাদের আমির আগেই বলেছেন, রমজানের আগে নির্বাচন হওয়া উচিত। প্রধান উপদেষ্টাও সেই সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজনের কথা বলেছেন, এটি একটি ইতিবাচক প্রতিশ্রুতি।”

সংবাদ সম্মেলনে প্রমাণভিত্তিক নির্বাচন ব্যবস্থা নিয়ে জামায়াতের অবস্থানও স্পষ্ট করেন সৈয়দ তাহের।

তিনি বলেন, “আমরা এখনো প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির পক্ষে। এটি একটি সুষ্ঠু নির্বাচনের ভিত্তি হতে পারে। ৫৪ বছর আগের ঐতিহ্যগত নির্বাচন ব্যবস্থা বর্তমান বাস্তবতায় উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখলসহ নানা অনিয়ম সেই পদ্ধতিরই পরিচায়ক।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!