ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিএনপির প্রতিক্রিয়া: জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৫, ০৩:৩৬ এএম বিএনপির প্রতিক্রিয়া: জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের ঘোষণাকে স্বাগত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়া জুলাই ঘোষণাপত্র ও আসন্ন জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরেন।

তিনি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। এক বছর আগে এই দিনে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছিলাম। হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আমরা যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন—সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, গত এক বছর ধরে বিএনপি দেশের কল্যাণ ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশনগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা করে আসছে। তিনি জানান, “রাষ্ট্র কাঠামো, গণতান্ত্রিক ব্যবস্থা ও সংবিধান সংস্কার নিয়ে আমরা একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। এই ঐকমত্য শিগগিরই প্রক্রিয়াগতভাবে স্বাক্ষরিত হবে বলে আশা করছি।”

বিএনপির এই নেতা জানান, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তুকে তারা সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সংবিধানে যথাযোগ্য স্থানে তাদের মর্যাদা প্রতিফলিত হবে,”— বলেন সালাহউদ্দিন।

তিনি আরও জানান, “যারা আহত হয়েছেন বা অন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আইনি সুরক্ষা ও রাষ্ট্রীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তকেও ইতিবাচকভাবে দেখছে বিএনপি। সালাহউদ্দিন বলেন, “নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানোর প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরিতে সহায়ক হবে। আমরা আশা করছি, এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন।”

তিনি আরও বলেন, “এই ঘোষণা রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে। ব্যবসা-বাণিজ্য ও সার্বিক অর্থনীতিও গতিশীলতা ফিরে পাবে বলে আমরা বিশ্বাস করি।”

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জাতীয় ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে বলেন, “ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ ও সরকারব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!