রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ এখন আর স্বপ্ন বা প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চায়। তিনি বলেন, "উন্নয়নমূলক রাজনীতি, দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে আমাদের যেসব পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে দরকার জনগণের সমর্থন ও বিএনপির প্রতি আস্থা।"
সোমবার (৪ আগস্ট) বিকেলে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে।
তারেক রহমান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে আমরা ২৫ থেকে ৩০ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছি। এটি শুধু পরিবেশ রক্ষা নয়, বন্যা ও খরাও মোকাবিলা করবে।"
তিনি আরও বলেন, "বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছে। শহীদ পরিবার ও নির্যাতিতদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর একমাত্র উপায় হলো—তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করা।"
তারেক রহমান জানান, বিএনপির একাধিক টিম বর্তমানে দেশের প্রতিটি সেক্টর নিয়ে কাজ করছে। কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা তৈরি হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথকেয়ার ওয়ার্কার নিয়োগ, যার ৮০ শতাংশ হবে নারী। এতে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন যেমন ঘটবে, তেমনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা সমাজে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুনরায় চালু করা হবে। "এই কর্মসূচি দেশের পানি ব্যবস্থাপনায় একটি এন্টিবায়োটিকের মতো কাজ করবে," মন্তব্য করেন তারেক রহমান।
যুবদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের বিশ্বাস ধরে রাখুন। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব দেখানো সম্ভব হলেও জনগণের সমর্থন ছাড়া তা টিকবে না। জনগণের আস্থা থাকলেই আপনারা প্রকৃত নেতা হবেন।”
আলোচনা সভায় যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, মানবাধিকারকর্মী সাইয়েদ আবদুল্লাহ, গুম হওয়া অ্যাডভোকেট সোহেল রানা, শহীদ পরিবারের সদস্যরা এবং যুবদলের নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাইফুল আলম নীরব এবং সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :