ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা

কালের সমাজ | ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ০৫:৫৩ পিএম বান্দরবানে সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্ত এলাকায় মর্মান্তিক মাইন বিস্ফোরণের ঘটনায় লাকি সিং (২৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) সকালে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাঁশ কুরল কাটার জন্য সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অংশে প্রবেশ করেছিলেন লাকি সিং। এসময় পা মাইনচাপা পড়লে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং তার বাম পা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমং কারবারির মেয়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের নিকটবর্তী পাহাড়ি গ্রামগুলোতে বসবাসকারী মানুষদের একটি বড় অংশ জীবিকার জন্য প্রায়ই বনে-জঙ্গলে গিয়ে বাঁশ ও কাঠ সংগ্রহ করে থাকেন। সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনাবলি সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে, যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে।

স্থানীয়রা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!