ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ‍‍`জুলাই ঘোষণাপত্র‍‍` পাঠ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৫, ০৬:২৮ পিএম মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ‍‍`জুলাই ঘোষণাপত্র‍‍` পাঠ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‍‍`জুলাই ঘোষণাপত্র‍‍` পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, "প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‍‍`জুলাই ঘোষণাপত্র‍‍` পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।"

উল্লেখ্য, সরকার ৫ আগস্টকে ‘জুলাই দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে বিশেষ গুরুত্ব বহন করছে।

কালের সমাজ//র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!