চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তার কক্ষ থেকে মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, রোববার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে রাতযাপন করেছিলেন হারুন-অর-রশীদ। সকালে নির্ধারিত একটি মিটিংয়ে তার অনুপস্থিতি ও মোবাইল ফোনে সাড়া না পেয়ে সংশ্লিষ্টরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বারান্দার গ্লাসের দরজা ভেঙে তার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি বলেন, “মরদেহে আপাতত কোনো আঘাতের চিহ্ন নেই। সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে, তবে তা পরিবারের অনুমতির ওপর নির্ভর করছে।”
ঘটনাস্থলে সেনাবাহিনী, সিআইডি’র ক্রাইম সিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন।
সাবেক এই সেনাপ্রধানের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দেশের নিরাপত্তা খাতে তার অবদানের কথা স্মরণ করে অনেকেই গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :