ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকও দেখতে হবে : অর্থ উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৫, ০২:২২ পিএম সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকও দেখতে হবে : অর্থ উপদেষ্টা

সরকারের সমালোচনার পাশাপাশি ইতিবাচক দিকগুলোও মূল্যায়নের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (৪ আগস্ট) ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত গৃহীত কার্যক্রম নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “সরকারের ভুল যে নেই, তা নয়। সমালোচনা হোক—এতে আপত্তি নেই। তবে তা যেন গঠনমূলক হয়। ভুল ধরিয়ে দিলে সংশোধনের সুযোগ থাকে। কিন্তু শুধু নেতিবাচক দিক দেখে সমালোচনা করা উচিত নয়। ভালো দিকগুলোর প্রতিও দৃষ্টি দেওয়া দরকার।”

তিনি বলেন, “অনেক তরুণ অর্থনীতিবিদ আছেন, যারা শুধু ‘এটা নেই, ওটা নেই’—এই ভাষায় কথা বলেন। কিন্তু সরকারের অনেক ইতিবাচক উদ্যোগ ও সংস্কারও রয়েছে, যেগুলো স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।”

ড. সালেহউদ্দিন আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রশংসা করে বলেন, “এনবিআর দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের ইতিবাচক সুনাম ধরে রাখা প্রয়োজন।”

সেমিনারে তিনি ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, “ডিজিটাল পদ্ধতির প্রসার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। কর ব্যবস্থায় ডিজিটাইজেশন ভবিষ্যতের জন্য একটি বড় ভিত্তি তৈরি করছে।”

তিনি সকল মহলকে দায়িত্বশীল আচরণ এবং সমালোচনার পাশাপাশি দেশের অগ্রগতি ও উন্নয়নমূলক দিকগুলোকেও গুরুত্ব দিয়ে মূল্যায়নের আহ্বান জানান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!