নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ফলজ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার মাধুপুর চন্দনপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও শিক্ষার্থীদের মাঝে সবুজের গুরুত্ব তুলে ধরতে এই কার্যক্রমের আয়োজন করে নেবুলাস (একটি বিজ্ঞানভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন)।
এসময় বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (প্রশাসন) মমিনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের মনোহরদী প্রতিনিধি সাংবাদিক হারুন অর রশিদ, বিশেষ অতিথি ছিলেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ সাইফুল ইসলাম ও এই কর্মসূচির পৃষ্ঠপোষকতা করেন সোনালী ব্যাংক পিএলসি`র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলী হোসেন।
কর্মসূচির আওতায় মাধুপুর চন্দনপুর উচ্চ বিদ্যালয় সহ উপজেলার ছয়টি বিদ্যালয়ে ২০০ শতাধিক ফলজ চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানোর উপকারিতা ও নিজেদের আশেপাশে সবুজায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের মধ্য থেকেই গড়ে উঠবে পরিবেশবান্ধব ও সচেতন এক প্রজন্ম।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :