জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে ৫ আগস্ট রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “৩ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কার গুজব ছড়ানো হয়েছিল, তবে দিনটি শান্তিপূর্ণভাবেই পার হয়েছে। ৫ আগস্টেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আমরা আশাবাদী।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সরকার পতনের পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, তবে কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতের সরকার হয়তো এ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, “বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগ মাদক সংক্রান্ত অপরাধ। বিশেষ করে রুই-কাতলা ধরণের বড় মাদক কারবারিরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এদের ধরতে চলমান অভিযান জোরদার করা হবে।”
জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে উপদেষ্টা জানান, “নির্বাচন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে, সেগুলো উদ্ধার করাও জরুরি। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, তা নির্বাচন কমিশনের এখতিয়ার। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালন করবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সকল পক্ষকে সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :