কয়রায় যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, শিশু সুরক্ষা, জেন্ডার ভিত্তিক সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক কমিউনিটি ইন্টারজেনারেশনাল ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল ১০ টায় পরিত্রানের ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় পরিত্রান কার্যালয়ে এই ডায়ালগ অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা সিএসও কমিটির সিনিয়র সদস্য এ্যাডঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও পরিত্রানের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম মন্ডল ও পরিত্রানের প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন বিবাহ রেজিস্ট্রার মাওলানা ইউনুস আলী, মোঃ আমজাদ হোসেন, শিক্ষক মোঃ আবুল বাশার, অরবিন্দ কুমার মন্ডল, দিপক কুমার মিস্ত্রি, এনজিও প্রতিনিধি মোস্তাক আহমেদ, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী সদস্য বাসন্তী মুন্ডা, সাধনা মুন্ডা, স্বেচ্ছাসেবী সংগঠনের রাসেল আহমেদ, আশিকুজ্জামান, এনসিটিএফের সভাপতি শিউলি মুন্ডা প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :