ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

“আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই”: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জি

কালের সমাজ | বিনোদন ডেস্ক আগস্ট ৪, ২০২৫, ০৩:৩৪ পিএম “আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই”: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জি

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি দীর্ঘদিন ধরে সিনেমার পর্দা থেকে দূরে থাকলেও এখনো দর্শকের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালনার মাধ্যমে নিয়মিত পর্দায় থাকছেন তিনি। এবার এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে রচনা জানান, তিনি এখনো বিবাহিত, তবে সেই সম্পর্ক সুখী নয়। তার ভাষায়, “আমি ম্যারেড। আই অ্যাম নট হ্যাপিলি ম্যারেড। আই অ্যাম নট ডিভোর্সড।” ছেলের কথা ভেবেই বিচ্ছেদের পথ বেছে নেননি বলে জানান তিনি।

তিনি বলেন, “আমি কখনো চাইনি আমার ছেলেকে ডিভোর্সড বাবা-মায়ের ট্যাগ দেওয়া হোক। এটা আমার এবং আমার স্বামীর যৌথ সিদ্ধান্ত। আমরা বন্ধু হিসেবে থাকি, তবে একসঙ্গে থাকি না।”

রচনা আরও বলেন, “আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। আমি আর কারও সঙ্গে জীবন গড়তে চাই না।”

১৯৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রে দাপুটে উপস্থিতি ছিল রচনার। সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে প্রায় ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করে সফল জুটি গড়েন। এছাড়া ওড়িশা, হিন্দি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গেও পর্দা ভাগ করেছেন রচনা।

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দেওয়া রচনা ব্যানার্জি আজও স্মরণীয় একজন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের জটিলতা নিয়েও দৃঢ়চেতা ভঙ্গিতে সামনে এগিয়ে চলেছেন তিনি।

কালের সমাজ//র.ন

Side banner

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!