চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। বিয়ের পাঁচ মাস পার হতেই এই তারকা দম্পতি তাদের হানিমুন সফরেও গেলেন, গন্তব্য ইতালির লেইক কমো।
বিয়ের পর একাধিকবার বিদেশ সফরে গেছেন মেহজাবীন। কখনও কাজের প্রয়োজনে, কখনও বা অবকাশ যাপনে। তবে এবার নিজেই জানালেন, এটি তাদের হানিমুন ভ্রমণ। শনিবার (২৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে লেইক কমোর মনোরম পরিবেশ থেকে একগুচ্ছ রোম্যান্টিক ছবি পোস্ট করেন মেহজাবীন।
ছবিতে দেখা যায়, কখনও তিনি একা নীল জলে দাঁড়িয়ে, আবার কখনও রাজীবের কাঁধে মাথা রেখে রোম্যান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন। ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, “সবসময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোম্যান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে এলাম। মনে হয়েছে যেন এক স্বপ্ন! আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরা এই সফর, যা কখনো ভুলবো না।”
এই পোস্ট দেখে সামাজিক মাধ্যমে যেমন ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি কমেন্টে ভেসেছে শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, “সেরা জুটি!” আবার কেউ মজার করে মন্তব্য করেছেন, “আপনাদের হানিমুন এখনো শেষ হলো না?”
উল্লেখ্য, ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী এখন বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ‘প্রিয় মালতী’সহ বেশ কিছু সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও বর্তমানে বেশ উজ্জ্বল সময় পার করছেন মেহজাবীন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :