ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ফরিদা আক্তার পপি, যিনি ববিতা নামে পরিচিত, আজ ৭২ বছরে পা রাখলেন। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় নায়িকা।
জন্মদিনে ছেলের সঙ্গে কানাডায় অবস্থান করছেন তিনি। গতকাল কানাডা থেকে মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় ববিতা জানান, “এবার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। অনিক অফিস থেকে ফিরলে আমরা একটি ভালো রেস্টুরেন্টে খাবার খেতে যাব। আত্মীয়-স্বজন তেমন নেই এখানে, তাই দিনটি সাদামাটাভাবেই কাটবে।”
ববিতা একমাত্র বাংলাদেশি অভিনেত্রী, যিনি অস্কারজয়ী বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করেন।
শিশুশিল্পী হিসেবে তার অভিনয় যাত্রা শুরু হয় ১৯৬৮ সালে ‘সংসার’ ছবির মাধ্যমে। এরপর নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘পীচ ঢালা পথ’ সিনেমায় রাজ্জাকের বিপরীতে অভিনয় করেন তিনি।
১৯৭৫ সালে ‘বাদী থেকে বেগম’ ছবিতে ‘চাঁদনী’ চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর ‘নয়নমণি’, ‘বসুন্ধরা’, ‘রামের সুমতি’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘হাসন রাজা’ এবং ‘কে আপন কে পর’সহ বেশ কিছু সিনেমায় অভিনয়ের জন্য তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
২০১৬ সালে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সবশেষ তাকে নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা যায়, যা এক দশকেরও বেশি সময় আগে মুক্তি পায়।
চলচ্চিত্রে দীর্ঘ ও গৌরবময় পথচলায় ববিতা আজও দর্শকের ভালোবাসায় সমাদৃত।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :