ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ডাব্লিউসিএসডিএফ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অভিনেত্রী তানজিকা আমিন

কালের সমাজ | বিনোদন ডেস্ক জুলাই ২৭, ২০২৫, ০৬:০৮ পিএম ডাব্লিউসিএসডিএফ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন অভিনেত্রী তানজিকা আমিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WCSDF) প্রদত্ত ‘ডাব্লিউসিএসডিএফ অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন।

ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’-এ অনবদ্য অভিনয়ের জন্য তাকে সেরা ধারাবাহিক অভিনেত্রী ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।

গত বুধবার (২৩ জুলাই) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিচারপতি শিকদার মকবুল হক, সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোরশেদ, রাওয়ার চেয়ারম্যান কর্নেল (অব.) আব্দুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম।

অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের আরও অনেক গুণী শিল্পীকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!