‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো অনুষ্ঠিত হবে। এ কারণে উক্ত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে আনতে বিস্তারিত নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৪ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানের সময় প্রচুর জনসমাগম হবে। ফলে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অংশে যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি নগরবাসীকে কিছু সড়ক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং বিকল্প পথ ব্যবহার করার নির্দেশনা দিয়েছে। নিচে ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কের বিবরণ তুলে ধরা হলো:
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কসমূহ:
১. আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত):
মিরপুর রোড হয়ে উত্তর ও মোহাম্মদপুর থেকে আসা যানবাহন খেজুর বাগান/ফার্মগেটের দিকে যেতে পারবে না।
এসব যানবাহন আড়ং ক্রসিং থেকে সোজা দক্ষিণে ধানমন্ডি-২৭ হয়ে মিরপুর রোডে যেতে পারবে।
সায়েন্সল্যাব থেকে আসা যানবাহন আড়ং ক্রসিংয়ে ডানে না গিয়ে সোজা উত্তরে গিয়ে গণভবন ক্রসিং-লেক রোড-বিজয় সরণি দিয়ে চলাচল করবে।
২. খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত):
এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ইন্দিরা রোড দিয়ে আসা ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে সোজা না গিয়ে ডানে ঘুরে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড-গণভবন হয়ে মিরপুর রোড দিয়ে যেতে পারবে।
এছাড়া, ফার্মগেট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
৩. ফার্মগেট ক্রসিং:
ফার্মগেট থেকে মিরপুর বা মানিক মিয়া অ্যাভিনিউমুখী যানবাহন বামে না গিয়ে বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং-লেক রোড ব্যবহার করবে।
৪. গণভবন ক্রসিং:
উত্তর দিক থেকে আসা যানবাহন সোজা না গিয়ে বামে মোড় নিয়ে লেক রোড হয়ে ফার্মগেট যেতে পারবে।
মোহাম্মদপুর-আসাদগেট থেকে আগত যানবাহন গণভবন ক্রসিং হয়ে বিকল্প পথ ব্যবহার করবে।
৫. সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক:
আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়কটি যান চলাচলের জন্য ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
পার্কিং নির্দেশনা:
অনুষ্ঠানে অংশ নিতে আসা দর্শনার্থীদের নিজস্ব বা ভাড়া করা যানবাহন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করতে অনুরোধ করেছে ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট এড়াতে ৫ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ডিএমপি প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলতে এবং সহযোগিতার আহ্বান জানিয়েছে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থাকবে শিল্পীদের পরিবেশনা, জুলাই ঘোষণাপত্র পাঠ, ‘ফ্যাসিস্টের পলায়ন’ উদযাপন এবং আর্টসেলের পরিবেশনায় রাতব্যাপী সাংস্কৃতিক আয়োজন ও ড্রোন শো।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :