ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ভোটার তথ্য সংশোধনের জন্য ১১ দিনের সুযোগ দিচ্ছে ইসি

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৪, ২০২৫, ০৪:০৭ পিএম ভোটার তথ্য সংশোধনের জন্য ১১ দিনের সুযোগ দিচ্ছে ইসি

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে ১১ দিনের জন্য তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এরপর ২১ আগস্ট পর্যন্ত সংশোধনের আবেদন গ্রহণ করবে সংস্থাটি।

সোমবার (৪ আগস্ট) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ জুন পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত পহেলা জানুয়ারি ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নিবন্ধিত ব্যক্তিদের নামসহ খসড়া তালিকা প্রকাশ করা হবে। একই দিনে মৃত ভোটারদের নাম কর্তনের তালিকাও প্রকাশ করা হবে।

খসড়া তালিকা প্রকাশের পর নতুন ভোটার অন্তর্ভুক্তি, মৃত বা অযোগ্য ভোটারদের নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং যেকোনো সংশোধনী বা ত্রুটি-বিচ্যুতি দূরীকরণের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তি করা হবে ২৪ আগস্টের মধ্যে।

ইসি জানায়, সংশোধন প্রক্রিয়া শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এবারের তালিকায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছে কমিশন।

কালের সমাজ//র.ন

Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!