ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

নওগাঁয় বিপণন কর্মকর্তার ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন

কালের সমাজ | সাফিজল হক তানভীর, শেরপুর প্রতিনিধি আগস্ট ৪, ২০২৫, ০৭:১৮ পিএম নওগাঁয় বিপণন কর্মকর্তার ওপর নির্যাতনের প্রতিবাদে শ্রীবরদীতে মানববন্ধন

নওগাঁর মহাদেবপুরে এক বিপণন কর্মকর্তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার ভায়াডাঙা বাজারে পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন, শ্রীবরদী-ঝিনাইগাতি শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকার ‍‍`মেসার্স ভাই ভাই ট্রেডার্স‍‍`-এর মালিক মো. শফিকুল ইসলাম ও তার ভাই মো. সাখায়াত হোসেন দীর্ঘদিন ধরে ফেয়ার এগ্রো কেমিক্যাল সার্ভিসেস লিমিটেড-এর বিপুল পরিমাণ টাকা বকেয়া রেখেছেন। বকেয়া পরিশোধের বিষয়ে একাধিকবার অনুরোধ করা হলেও কাজ না হওয়ায় কোম্পানির সিনিয়র মার্কেটিং অফিসার মো. হুমায়ুন কবির চলতি মাসে প্রতিষ্ঠানটির কাছে অর্থ সংগ্রহে যান।

কিন্তু অফিসিয়াল চিঠি নিয়ে সেখানে গেলে হুমায়ুন কবিরকে ঘরে আটকে রেখে তার মোটরসাইকেল কেড়ে নেওয়া হয় এবং মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা নগদ ১০ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই বর্বর ঘটনার দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন। একজন বিপণন কর্মকর্তাকে এভাবে আটকে রেখে নির্যাতন ও লুটপাট সভ্য সমাজে কল্পনাও করা যায় না।”

মানববন্ধনে পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন শ্রীবরদী-ঝিনাইগাতি শাখার সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সামা লিটন, সহ-সভাপতি শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাইন বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা মেসার্স ভাই ভাই ট্রেডার্স-এর লাইসেন্স বাতিল এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মহাদেবপুর উপজেলা কৃষি অফিসার হোসাইন মুহাম্মদ এরশাদ জানান, “আমরা বিষয়টি সম্পর্কে অবগত। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্যাতিত কর্মকর্তার পাশে উপজেলা কৃষি অফিস রয়েছে এবং তাকে ন্যায়বিচার পাইয়ে দিতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

এদিকে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তবে তার ভাই সাখায়াত হোসেন এখনো পলাতক রয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!