জাতীয় সংসদের সামনে ৫ আগস্ট আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে দেশব্যাপী ছাত্র ও জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে আগমন ও ফিরে যাওয়ার সুবিধার্থে ভাড়া করা হয়েছে ৮ জোড়া (মোট ১৬টি) বিশেষ ট্রেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনগুলো চালু থাকবে এবং যাত্রীদের নির্ধারিত সময়ে স্টেশনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
বিশেষ ট্রেনগুলোর সময়সূচি নিম্নরূপ:
১. চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম
আগমন: চট্টগ্রাম থেকে ৫ আগস্ট সকাল ৭:১৫, ঢাকা পৌঁছাবে দুপুর ১:১৫
প্রস্থান: ঢাকা থেকে সন্ধ্যা ৭:০০, চট্টগ্রাম পৌঁছাবে রাত ১:০০
২. জয়দেবপুর-ঢাকা-জয়দেবপুর
আগমন: জয়দেবপুর থেকে দুপুর ১২:৩০, ঢাকা পৌঁছাবে ১:৩০
প্রস্থান: ঢাকা থেকে রাত ৮:১৫, জয়দেবপুর পৌঁছাবে ৯:১৫
৩. নারায়ণগঞ্জ-ঢাকা-নারায়ণগঞ্জ
আগমন: নারায়ণগঞ্জ থেকে সকাল ১০:২৫, ঢাকা পৌঁছাবে ১১:১৫
প্রস্থান: ঢাকা থেকে সন্ধ্যা ৭:৩৫, নারায়ণগঞ্জ পৌঁছাবে ৮:২৫
৪. নরসিংদী-ঢাকা-নরসিংদী
আগমন: নরসিংদী থেকে বেলা ১১:৩০, ঢাকা পৌঁছাবে ১২:৪০
প্রস্থান: ঢাকা থেকে রাত ৮:০০, নরসিংদী পৌঁছাবে ৯:১০
৫. সিলেট-ঢাকা-সিলেট
আগমন: সিলেট থেকে ভোর ৫:৪৫, ঢাকা পৌঁছাবে দুপুর ১:১৫
প্রস্থান: ঢাকা থেকে রাত ৯:০০, সিলেট পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪:৩০
৬. রাজশাহী-ঢাকা-রাজশাহী
আগমন: রাজশাহী থেকে সকাল ৭:২০, ঢাকা পৌঁছাবে দুপুর ১২:৩০
প্রস্থান: ঢাকা থেকে রাত ১০:৪৫, রাজশাহী পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৪:০০
৭. রংপুর-ঢাকা-রংপুর
আগমন: রংপুর থেকে ৪ আগস্ট রাত ১১:৩০, ঢাকা পৌঁছাবে ৫ আগস্ট সকাল ৮:৫০
প্রস্থান: ঢাকা থেকে রাত ৮:০০, রংপুর পৌঁছাবে ৬ আগস্ট ভোর ৫:০০
৮. ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা
আগমন: ভাঙ্গা থেকে বেলা ১১:৩০, ঢাকা পৌঁছাবে দুপুর ১:০০
প্রস্থান: ঢাকা থেকে সন্ধ্যা ৭:০০, ভাঙ্গা পৌঁছাবে রাত ৮:৩০
অনুষ্ঠানে সুষ্ঠু ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট যাত্রীদের যথাসময়ে নির্ধারিত স্টেশনে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :