জনতা ব্যাংক পিএলসি’র ঢাকা-দক্ষিণ বিভাগীয় অর্ধবার্ষিক ব্যবসায়িক শাখা ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ সালের জুন মাসের কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাজধানীর ঢাকা-উত্তর বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম। সভাপতিত্ব করেন ঢাকা-দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান।
সম্মেলনে ঢাকা-দক্ষিণ বিভাগের আওতাধীন এরিয়াপ্রধান, নির্বাহী কর্মকর্তা ও সকল শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান বলেন, “সঠিক কর্মপরিকল্পনার মাধ্যমে ব্যাংকের নগদ আদায় বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান বলেন, “গ্রাম ও শহরাঞ্চল থেকে সংগৃহীত অর্থ শুধু হেড অফিসে পাঠানোর পরিবর্তে স্থানীয়ভাবে বিনিয়োগের উদ্যোগ নিতে হবে, যাতে করে সেই এলাকার অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলা যায়।”
সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :