ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

আটাবের পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ বাণিজ্য মন্ত্রণালয়ের

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ৪, ২০২৫, ০৩:১০ পিএম আটাবের পরিচালনা পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ বাণিজ্য মন্ত্রণালয়ের

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘আটাব অনলাইন’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে কমিটির বিরুদ্ধে। এছাড়াও সংগঠনের সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভের কারণে মানববন্ধনের ঘটনাও ঘটেছে।

এসব অনিয়মের প্রেক্ষিতে ‘আটাব সংস্কার পরিষদ’ একটি আবেদন করে, যাতে বর্তমান কমিটি বাতিল করে একজন প্রশাসক নিয়োগ দিয়ে নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়। আবেদনের ভিত্তিতে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসককে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!