এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশ দলের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এর মাধ্যমে গ্রুপ পর্বের ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে, তা চূড়ান্তভাবে প্রকাশ করল সংস্থাটি।
এর আগে টুর্নামেন্টের সূচি প্রকাশিত হলেও নির্দিষ্ট ভেন্যু জানানো হয়নি। এবার পূর্ণাঙ্গ সূচি অনুযায়ী, এবারের এশিয়া কাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আমিরাতের দুটি ভেন্যু—দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবিতে।
১৯ দিনব্যাপী এই আসরে মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে এবং বাকি ৮টি ম্যাচ হবে আবুধাবিতে। বাংলাদেশ দলের সব ম্যাচ পড়েছে আবুধাবির ভাগ্যে।
গ্রুপ পর্বে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। তিনটিই অনুষ্ঠিত হবে শেখ জায়েদ স্টেডিয়ামে।
সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। তবে ১৫ সেপ্টেম্বর ব্যতিক্রম হিসেবে আমিরাত ও ওমানের মধ্যকার একটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে, যেদিন একই দিনে আরও একটি ম্যাচ রয়েছে।
এশিয়া কাপকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। আয়োজক এসিসি জানিয়েছে, টুর্নামেন্ট নির্বিঘ্ন ও আকর্ষণীয় করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :